রিজার্ভ চুরির বিষয়ে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি চুন্নুর

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-09-01 00:27:18

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে অর্থমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি বলেন, ‘৩ বছর আগে ১০ কোটি ডলার চুরি হয়ে গেছে। কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তিন বছর পর এসে এখন নিউইয়র্কে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মামলার পর ফিলিপাইনের সংশ্লিষ্ট ব্যাংক বলেছে এটা রাজনৈতিক স্ট্যান্ড, এই মামলার কোনো ভিত্তি নেই। এই মামলা করতেও ২ বছর চিন্তা করতে হয়েছে। জানিনা এই মামলা টিকবে কিনা।’

চুন্নু বলেন, ‘এই অর্থ চুরির সঙ্গে কী বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত নেই? আমরা শিক্ষকদের এমপিওভুক্তির জন্য টাকা বরাদ্দ দিতে পারি না, অথচ ১ হাজার কোটি টাকা চুরি হয়ে গেল। বাংলাদেশ ব্যাংকের কে কে এই অর্থ চুরির সঙ্গে জড়িত সঠিকভাবে তদন্ত করে তা বের করা প্রয়োজন।’

 

 

এ সম্পর্কিত আরও খবর