কর্ণফুলীর নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 17:18:48

 

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কর্ণফুলী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসক।

সোমবার (৪ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদরঘাট লাইটারেজ জেটি থেকে প্রাথমিকভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান এবং পতেঙ্গা রেঞ্জের সহকারি ভূমি কমিশনার (অ্যাসিল্যান্ড) ও উচ্ছেদ কার্যক্রমের সম্বনয়ক  তাহমিরুর রহমান অভিযানের নেতৃত্বে দেন।

অভিযানের শুরুতে সহকারি ভূমি কমিশনার তাহমিরুর রহমান সাংবাদিকদের জানান, জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতার মধ্যে দিয়ে বহু প্রতীক্ষিত কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে আমরা ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো। দ্বিতীয় ধাপে পতেঙ্গা ও খাতুনগঞ্জের পাশে অবৈধ স্থাপনা  উচ্ছেদ  যাব। আজকে ডে লাইট পর্যন্ত কার্যক্রম চলবে।

অভিযানে কারও বাধা সন্মুখীন হচ্ছে না বলেও জানান তিনি।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ জানান, উচ্ছেদ কার্যক্রমে সহায়তায় ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব, নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ বাধা দেওয়ার সুযোগ পাবে না।

এ সম্পর্কিত আরও খবর