'ভুল সেটে' পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখছি: শিক্ষামন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-30 12:05:05

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষায় সারা দেশে কয়েকটি কেন্দ্র ‘ভুল সেটে' প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৩ জানুয়ারি) রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসায় দাখিল পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, 'গতকালের পরীক্ষায় যে সকল অভিযোগ পাওয়া গেছে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া দরকার ছিল, ইতোমধ্যেই নেওয়া হয়েছে।'

আর এসব জায়গায় কি হয়েছে তার জন্য প্রতিবেদন চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 'সব বিষয় দেখছি।'

প্রশ্ন ফাঁসে প্রশাসন কড়া অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁস রোধে যা যা করা প্রয়োজন, সব করা হচ্ছে। আশা করি, আর প্রশ্ন ফাঁস হবে না।'

এ সময় তিনি প্রশ্ন ফাঁস রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর