মুলতবি শেষে রোববার বিকেলে বসছে সংসদ

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট। | 2023-08-23 02:50:58

টানা তিনদিন মুলতবি শেষে রোববার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে ফের বসছে একাদশ সংসদের প্রথম অধিবেশন। গত ৩০ জানুয়ারি যাত্রা শুরু হয় একাদশ সংসদের। ওই দিন স্পিকার, ডেপুটি স্পিকার নিযুক্তির ছাড়াও নতুন বছরের দিক নির্দেশনামূলক ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের পর সংসদের অধিবেশন মুলতবি হয়ে থাকে। তাই বুধবারের পর বৃহস্পতিবার এবং শুক্র, শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার বিকেল সাড়ে ৪ টায় অধিবেশন শুরু হবে।

আগামীকাল রোববার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসুচি শুরু হবে। নতুন সরকার গঠনের পর প্রথম অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি গঠন হয়ে থাকে। কাজেই রোববার বেশ কয়েকটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে কার্য উপদেষ্টা কমিটি। কেননা এই কমিটি সংসদের অধিবেশনের দিনক্ষণ ঠিক করে থাকে, তাছাড়া রাষ্ট্রপতির ভাঙনের ওপর কত ঘণ্টা আলোচনা হবে সেটাও ঠিক হবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে।

পদাধিকারবলে এই কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কমিটির সদস্য হিসেবে থাকেন সংসদ নেতা, বিরোধী দলীয়, চীফ হুইপসহ সংসদ নেতার মনোনিত সংসদ সদস্যগণ।

কার্য উপদেষ্টা কমিটি ছাড়াও মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি গুলো গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করবেন চীফ হুইপ নূর ই আলম চৌধুরী।  পরে সেই প্রস্তাবের ওপর আলোচনা হবে।

এ সম্পর্কিত আরও খবর