দুদকের হস্তক্ষেপে চা শ্রমিকদের মুখে হাসি

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 02:53:19

স্থানীয় রাজনীতির কারণে মৌলভীবাজারের চা শ্রমিকদের বাৎসরিক এককালীন সরকারি বরাদ্দের টাকা বিতরণ করা যাচ্ছিল না। স্থানীয় প্রশাসন নিরুপায় হলে জিম্মী হয়ে পড়েন অসহায় চা শ্রমিকরা।

আট মাস ঝুঁলে থাকে চা-শ্রমিকদের প্রাপ্য সরকারি অনুদান। অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বলিষ্ঠ পদক্ষেপে চা শ্রমিকদের পাওনা এক কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

শ্রমিকরা পাওনার জন্য দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সমাধান পাচ্ছিলেন না। বিষয়টি দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর গোচরে আসলে দ্রুত  চা শ্রমিকদের পাওনা প্রদানে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

মুনীর চৌধুরীর নির্দেশে দুদকের হবিগঞ্জের সহকারী পরিচালক মো: এরশাদ মিয়া ও  উপ-সহকারী পরিচালক মো: আব্দুল মালেকের সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গমন করেন।

টিমটি মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১২টি বাগানের দুই হাজার ৪৭৮ জন শ্রমিকের প্রাপ্য অর্থ পরিশোধে বাধাসমূহ চিহ্নিত ও সেসব নিরসণে প্রশাসনকে আশু পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। উপজেলা নির্বাহী অফিসার দুদকের নির্দেশনা পেয়ে জনপ্রতিনিধিদের নিকট হতে সুবিধাভোগীদের তালিকা দ্রুত গ্রহণ করে ৮৬ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করেন।

এছাড়া টেংরা ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধির নিকট হতে প্রায় ৭৪৫ জন সুবিধাভোগীর তালিকা সংগ্রহ করে তাদের নামে পৃথক পৃথক ব্যাংক হিসাব খুলে টাকা পরিশোধের কার্যক্রম গ্রহণ করেন। এতে আগামী সপ্তাহে উক্ত ইউনিয়নের সকল চা শ্রমিক তাদের প্রাপ্য অবশিষ্ঠ টাকা পেয়ে যাবেন।

দুদকের এ ধরণের হস্তক্ষেপ চা বাগানের শ্রমিকসহ স্থানীয় জনসাধারণের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে, হাসি ফুটেছে হতাশ শ্রমিকদের মুখে।

এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘চা শ্রমিকদের প্রাপ্য অর্থ আটকে রাখা ক্ষমতার অপব্যবহার, যা দুর্নীতির নামান্তর। এক্ষেত্রে চা শ্রমিকদের জন্য বাৎসরিক বরাদ্দকৃত অর্থ বিতরণ না করা শুধু ক্ষমতার অপব্যবহার নয়, মানবাধিকার লঙ্ঘনও।

‘শ্রমিকদের অর্থ আটকে রাখা মারাত্মক অন্যায়, যা সুশাসনের অন্তরায়। স্থানীয় প্রশাসন দুদকের আহ্বানে সাড়া দেওয়ায় তা প্রশংসার দাবি রাখে। দুদক সুশাসন শক্তিশালী করতে চায়, সুশাসনের সুফল মানুষের দ্বারপ্রান্তে পৌঁছাতে চায়।’

এ সম্পর্কিত আরও খবর