বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহারের আহ্বান তথ্যমন্ত্রীর

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-31 12:08:25

রাজনৈতিকভাবে দুঃসময়ের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেগবানের লক্ষ্যে দলটিকে নেতিবাচক রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। গত নির্বাচনে আপনারা সেটির প্রমাণ পেয়েছেন। সুতরাং নেতিবাচক রাজনীতি পরিহার করে আসুন সবাই মিলে দেশটাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করি।’

শুক্রবার (১লা ফ্রেবুয়ারি) বিকেল পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ্য সদস্য নুরুল আলম চৌধুরীর শোকসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর আমন্ত্রিত চা-চক্রে ঐক্যফ্রন্টের অংশ না নেওয়ার পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নেতিবাচক রাজনীতি পরিহারের জন্য চা-চক্রের আয়োজন করেছে। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে চিঠি দেওয়া হয়েছে। যে দলের নেত্রী হত্যাকাণ্ডকে উৎসাহ দিতে, হত্যকারীদের সঙ্গে উপহাসের জন্য নিজের জন্ম তারিখ বদলে ১৫ আগস্ট পালন করে। ছেলে কোকোর মৃত্যুর পর বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে শান্তনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী দশ মিনিট দাঁড়িয়ে থাকার পরও দুয়ার খোলে না। তারা প্রধানমন্ত্রীর চা চক্রে যাবে না, এটাই স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আমরা পলিটিকস অ্যাকোমোডেশনের আওতায় নেতিবাচক রাজনীতি দূরীকরণে হাত প্রসারিত করেছি। আপনারাও হাত প্রসারিত করুন। তাহলে আপনারদের রাজনীতি বাঁচবে, বিএনপি টিকবে।’

জনসাধারণের নেতা প্রয়াত নুরুল আলম চৌধুরীর মতো কর্মীর মৃত্যুতে দলের ক্ষতি পূরণ হওয়ার নয় বলেও জানান তথ্যমন্ত্রী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় এবং নগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহতাব উদ্দিন শোকসভার সভাপত্বি করেন।

এ সম্পর্কিত আরও খবর