বরিশালে ১০ উপজেলায় আ’লীগের মনোনয়ন চান ১৭১ জন

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-22 18:07:14

বরিশালে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে।

বরিশাল সদর উপজেলাসহ জেলার ১০টি উপজেলায় চেয়ারম্যানসহ ৩টি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছেন ১৭১ জন। যার মধ্যে শুধুমাত্র চেয়ারম্যান পদেই মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৭২জন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারীদের আবেদন গ্রহণের দায়িত্বে রয়েছেন।

তিনি বলেন, 'উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয় গত ২৭ জানুয়ারি। আর আবেদনের শেষ দিন বুধবার (৩০ জানুয়ারি) পর্যন্ত জেলার ৩০টি পদের বিপরীতে মোট ১৭১ জন সম্ভাব্য প্রার্থী দলের মনোনয়ন পেতে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবরে আবেদন করেছেন।'

এর মধ্যে চেয়ারম্যান পদে ৭২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন আবেদন করেছেন।

কাইয়ুম খান কায়সার বলেন, 'জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ আগামীকাল শুক্রবার (১ ফেব্রুয়ারি) বরিশালে আসবেন। তিনি এসে আবেদন যাচাই বাছাই করে আবেদনকারীদের তালিকা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় দফতরে প্রেরণ করবেন।'

এ সম্পর্কিত আরও খবর