পুনর্বাসন না করলে আন্দোলনে যাবে হরিজনরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:34:30

রাজধানীর গোপীবাগ রেলওয়ে কলোনিতে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসন না করলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে হরিজন ঐক্য পরিষদ।

বুধবার (৩০ জানুয়ারি) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ লাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা ১৫ লাখ হরিজন সারা দেশে বাস করি। কিন্তু আমাদের কোনো ঘর নেই, বাড়ি নেই। আমরা আজ নিজ দেশে পরবাসী। বাংলাদেশের সংবিধানে ৭ অনুচ্ছেদে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে কোনো বৈষম্যের উল্লেখ নেই। অথচ হরিজনরা সব সময় মানবাধিকার মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে।’

বাবু কৃষ্ণ লাল বলেন, ‘আমরা ভূমিহীন, সরকারের দেওয়া জমিতে থাকলেও আমরা কখনো বলতে পারি না, এই ঘর আমাদের। এটাই আমাদের ঠিকানা।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। ইতোমধ্যে তিনি হরিজনদের জন্য আবাসন প্রকল্পের কাজ শুরু করেছেন। কিন্তু পুনর্বাসন ছাড়া আমাদেরকে উচ্ছেদ করায় ১০৮টি পরিবারকে আজ খোলা আকাশের নিচে বসবাস করতে হচ্ছে। আমরা হরিজন বলে আমাদেরকে কেউ ঘরও ভাড়া দিচ্ছে না।’

হরিজনগোষ্ঠীর ভুক্তভোগী পরিবারের সদস্য এসএসসি পরীক্ষার্থী মনি রানী বলেন, ‘আমাদের ২২ জানুয়ারি উচ্ছেদ করা হয়েছে। তখন আমাদের ঘরে এক গর্ভবতী মা ছিল, মারাও যেতে পারত তাদের বুলডোজার আঘাতে। আমাদেরকে কোনো প্রকার নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়। ওই সময় আমাদের অনেকে আহত হয়েছে। একটি ছোট বাচ্চা তার মাকে বাঁচাতে গেলে তার পায়ে পেরেক ফুটে যায়। আমরা এখন সারি বেঁধে অন্ধকার ঘরে বসবাস করছি।’

তিনি আরও বলেন. ‘২ ফেব্রুয়ারি থেকে আমার এসএসসি পরীক্ষা। জানি না আমি কিভাবে পরীক্ষা দিব। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তিনি যেন খুব শিগগরি এ সমস্যা সমাধান করে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়ক মামুনুর রশিদ, বাংলাদেশ দলিত পরিষদের সমন্বয়ক উজ্জ্বল দাস, নারীনেত্রী সুচিত্রা রানী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর