‘গণতান্ত্রিক ধারায় বিরোধী দলের সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 04:11:19

গণতান্ত্রিক ধারায় বিরোধী দলের সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে টানা তৃতীয় বারেরমত স্পিকার নির্বাচিত হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে সংসদ নেতা একথা বলেন।

স্পিকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সংসদে ভূমিকা রাখার ক্ষেত্রে সরকারি দল বিরোধী দল সমানভাবে সুযোগ পায় সেটা আপনি দেখবেন। আমরা আপনাকে সহযোগিতা করব। দেশে যে উন্নয়ন যাত্রা শুরু হয়েছে এই উন্নয়নের ধারা বজায় রেখে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই আমাদের লক্ষ্য। সংসদ পরিচালনায় আপনি সব সময় সহযোগিতা পাবেন। শুধু স্পিকারই নয় আপনি সিপিএ সভাপতি নির্বাচিত হয়ে আমাদের সন্মানিত করেছেন। অতীতেও  দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আগামীতেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা করি।

শেখ হাসিনা বলেন, আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকেই বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত। জনগণের প্রতিনিধি হিসেবে আমরা স্ব স্ব দায়িত্ব পালন করব। বাংলাদেশ হবে জঙ্গিবাদমুক্ত মাদকমুক্ত দুর্নীতিমুক্ত দেশ। গণতন্ত্রিক ধারায় বিরোধী দলের সমালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংসদে যারা বিরোধী দলের আছেন তারা যথাযথভাবে সমালোচনা করতে পারবেন। আমরা কোনো বাধা দেব না, অতীতেও দেইনি। তারা সমালোচনা করেছেন ভূমিকা রেখেছেন।

এ সম্পর্কিত আরও খবর