আইনজীবী সমিতির ৫১ লাখ টাকা নয়-ছয়, মামলা

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-31 21:51:28

ময়মনসিংহ আইনজীবী সমিতির কল্যাণ তহবিলের ৫০ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা নয়-ছয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির সাধারণ সম্পাদক ড. মীর মিজানুর রহমান ও ২০১৭ অর্থ বছরের কার্যকরি পরিষদের ১৪ জনকে আসামি করে দেওয়ানি আদালতে মামলা করেছেন এক আইনজীবী।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের ১নম্বর যুগ্ম জেলা জজ আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান মুকুল জানান, ২০১৭ অর্থ বছরে কল্যাণ তহবিলের ৫০ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা হিসেবে থাকলেও ব্যাংক একাউন্টে জমা হয়নি। এ ঘটনায় বিগত দুই মাস আগে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড.মীর মিজানুর রহমানকে ৫২ জন আইনজীবী স্বাক্ষরিত একটি উকিল নোটিশ করা হয়। কিন্তু তিনি নোটিশের কোনো উত্তর দেননি। ফলে কল্যাণ তহবিলের জমা না হওয়া ওই টাকা উদ্ধারের জন্য আদালতে মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।

এ সম্পর্কিত আরও খবর