‘অর্থনৈতিকভাবে গ্রামকে স্বাবলম্বী করতে হবে’

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 08:26:33

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাছের খান বলেছেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে আমাদের দেশের গ্রামগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলা দরকার। উন্নয়ন করার আগে খেয়াল রাখতে হবে সেই স্থানের বাস্তুতন্ত্র এবং প্রতিবেশ ব্যবস্থা যেন কোনো ক্ষতি না হয়। এ জন্য ঐক্যবদ্ধভাবে সবার মতামত নিয়ে একটি গাইডলাইন তৈরি করে কাজ করতে হবে।’

রোববার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) ‘গ্রামীন মানুষের জীবনমান উন্নয়ন ও গ্রাম উন্নয়ন নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আবু নাছের খান বলেন, ‘গ্রাম উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ একটি নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে নেওয়া উচিত। তরুণ প্রজন্ম, পরিবেশবাদী, রাজনীতিবিদসহ আলাদা আলাদা মত থাকতেই পারে। এই মতের মধ্যে ঐক্যমত গড়ে তুলতে হবে। এটি একটি অভিযাত্রার শুরু।’

তিনি আরও বলেন, ‘আগামী ১০ বছরের জন্য একটি গ্রাম পরিকল্পনা কর্মসূচি নিতে হবে। এ জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণ করতে হবে। গ্রাম পর্যায়েও গ্রাম পরিষদ নামে আরেকটা স্থানীয় সরকার কাঠামো গড়ে তোলা যেতে পারে। গ্রামের এসব উন্নয়ন করা গেলে বাংলাদেশে সামাজিক উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের নতুন দুয়ার খুলে যাবে।’

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি (চুয়েট) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সজল চৌধুরী বলেন, ‘ইকো ভিলেজ নিয়ে নানা মত, নানা ধারণা, নানা মডেল আছে। সবার মতামত নিয়ে ঐক্য গড়ে তুলতে হবে। প্রত্যেক গ্রামের ইকোসিস্টেম ঠিক রেখেই গ্রামের এই উন্নয়ন করতে হবে। গ্রাম উন্নয়নে সবার মতামত নিয়ে নীতিমালা করে বাস্তবায়ন করতে হবে।’

পবা’র অন্যতম সদস্য আব্দুস সোবহান বলেন, ‘রাস্তাঘাট নির্মাণে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই। ইচ্ছেমতো করা হয়। এ ক্ষেত্রে মাস্টারপ্ল্যান করা গেলে এই সমস্যা হতো না।’

এ সম্পর্কিত আরও খবর