বরিশালে ২ দিনব্যাপী অশ্বিনী মেলা শুরু

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-29 02:03:23

বরিশালে মহাত্মা অশ্বিনীকুমার দত্তের ১৬৩ তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী অশ্বিনী মেলা শুরু হয়েছে। এ মেলায় পিঠাপুলি ও মাটির তৈরি বিভিন্ন খেলনার ২০টি স্টল রয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নগরীর সরকারি বরিশাল কলেজ প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। শনিবার (২৬ জানুয়ারি) রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে।

উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, ‘এ মেলা সার্বজনীন। বরিশালের বিনোদনের তেমন কোনো ব্যবস্থা নাই। ফলে এ রকম মেলার মধ্য দিয়েই নগরবাসী বিনোদন নেওয়ার চেষ্টা করে।’

অশ্বিনীকুমার স্মৃতি সংসদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক, প্রবীণ সাংবাদিক এসএম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর এবং প্রফেসর শাহ সাজেদা প্রমুখ।

এর আগে সকালে অশ্বিনীকুমার দত্তের জন্মদিন উপলক্ষে তার প্রতিষ্ঠিত সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বরিশাল মহা শ্মশানে অশ্বিনীকুমার দত্তের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের কর্মীরা।

উল্লেখ্য, মহাত্মা অশ্বিনীকুমার দত্ত শিক্ষানুরাগী ও সমাজসেবী ছিলেন। শিক্ষার প্রসারের জন্য তিনি তাঁর পিতার নামে ব্রজমোহন বিদ্যালয়, ব্রজমোহন কলেজ, গৌরনদীর বাটাজোরে স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া তাঁর বাড়িতে বর্তমান সরকারি বরিশাল কলেজ গড়ে ওঠে।

এ সম্পর্কিত আরও খবর