ফেসবুক হ্যাককারী তিন ব্ল্যাকমেইলার গ্রেফতার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-06-24 16:15:01

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হ্যাক করে ব্ল্যাকমেইল করার দায়ে তিন জনকে গ্রেফতার করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি এবং ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ডিএমপির সাইবার সিকিউরিটি এবং ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো.নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপির সাইবার সিকিউরিটি এবং ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, এক নারীর ফেসবুক এক্যাউন্ট হ্যাক করে নেয় এই তিন যুবক। পরে তারা ফেসবুক থেকে ঐ নারীর বিভিন্ন গোপনীয় তথ্য সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। নিরুপায় হয়ে ঐ নারী ডিএমপির সাইবার ইউনিটে অভিযোগ করেন।

এ বিষয়ে ডিএমপি'র সাইবার সিকিউরিটি এবং ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো.নাজমুল হক বলেন, 'এই অভিযোগের ভিত্তিতে কয়েক দিন ধরে ডিএমপির সাইবার সিকিউরিটি এবং ক্রাইম ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।'

তিনি আরও বলেন, 'ছেলে বন্ধুই হোক কিংবা বর কোনভাবেই ইনবক্স এ ব্যক্তিগত ছবি নেওয়া দেওয়া করা ঠিক না। অ্যাকাউন্ট হ্যাকড হয়ে যেতেই পারে, পরে হ্যাকারা এভাবে ব্ল্যাকমেইল করতে পারে। এই বিষয়ে সকলকে সচেতন হতে হবে।'

এ সম্পর্কিত আরও খবর