অবৈধ খাল দখল উচ্ছেদের দাবিতে অবস্থান ধর্মঘট

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-27 08:30:56

খুলনার ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেন সংস্কার করে জলাবদ্ধতা দূরীকরণের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে নগরীর হাদিস পার্ক সংলগ্ন নগর ভবনের সম্মুখে অবস্থান ধর্মঘট ও পরে সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান করা হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন। এ সময় অবস্থান ধর্মঘট পরিচালনা করেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ-জামান।

ধর্মঘট থেকে খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদী পুনঃখনন, ২২টি খালের দখল উচ্ছেদ, ভরাট হয়ে যাওয়া ড্রেন সংস্কার, ফুটপাত থেকে হকার উচ্ছেদ, সরকারি-বেসরকারি পুকুর-জলাশয় সংরক্ষণ, যানজট নিরসনসহ পরিচ্ছন্ন নগরী গড়তে পরিকল্পিতভাবে কার্যক্রম গ্রহণের দাবি জানানো হয়।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট সকল দাবি উপস্থাপন করে স্মারকলিপি প্রদান করা হয়।

ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিপিবির শাহাদাত হোসেন, আইনজীবী সমিতির সভাপতি নুরুল হাসান রুবা, সুজনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, ইকবাল হোসেন রাজু, মিজানুর রহমান লালু, নারী নেত্রী রসু আক্তার, আব্দুল হাকিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর