রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছে: স্পিকার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-05-05 15:06:19

রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (৫ মে) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে দুই দিনব্যাপী ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্সের প্রথমদিনের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও বণিক বার্তা যৌথভাবে এই কনফারেন্স আয়োজন করে।

কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা চলছে। এর মাঝেও বাংলাদেশ ভালো করছে। এলডিসি পরবর্তী সময়ে বাংলাদেশের সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা সেই বাধা পেরিয়ে এসেছি। উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ এক্ষেত্রে রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, মূল্যস্ফীতি, ব্যাংকিং দেউলিয়া হওয়া, খাদ্য নিরাপত্তাহীনতা, দারিদ্র্যসহ বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে বিশ্বের অনেক দেশেই। কিন্তু বাংলাদেশকে এমন সংকটময় পরিস্থিতিতে পড়তে হয়নি। এর ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাত্র সাড়ে তিন বছরে বঙ্গবন্ধু একটি নীতি কাঠামো ঠিক করেছিলেন সোনার বাংলা গড়ার। এখনকার বিশ্বে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলা হচ্ছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে এখন এসব সমস্যার মোকাবিলা করছি।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান বলেন, বৈশ্বিক অনিশ্চিত সময়ের মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক উন্নতি করেছে। অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অনেক এশিয়ান দেশের তুলনায় আমরা এগিয়ে রয়েছি। গ্রামীণ স্বাস্থ্য, শিক্ষায় আমাদের বড় বিনিয়োগ রয়েছে। সেই বিনিয়োগের ফলও আমরা পাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ আল তিতুমীর বলেন, আমাদের বিশ্বের উন্নয়ন মডেল নিয়ে আলোচনা করতে হবে। কীভাবে আমরা বিশ্বমঞ্চে আমাদের অবস্থান তৈরি করতে পারি এটা নিয়ে আমরা কাজ করছি, প্রজন্মের মধ্যে এ আলোচনা চলছে। 

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান। প্যানেল আলোচক ছিলেন অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর