ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীর

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (গৌরীপুর) ময়মনসিংহ | 2024-05-04 18:07:25

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুতায়িত হয়ে সাজেদা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত সাজেদা খাতুন ওই গ্রামের মো. হুমায়ুন কবিরের স্ত্রী।

শনিবার (৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চর পূবাইল গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফ।

জানা গেছে, রোববার দুপুরে বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান দিয়ে ক্ষেতের মাড়াই করা ধান উড়ানোর কাজ করছিলেন সাজেদা বেগম। এসময় বৈদ্যুতিক ফ্যানের তারে পা জড়িয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ফ্যানের বাতাসে ধান উড়ানের সময় বিদ্যুতায়িত হয়ে নারী মারা গেছেন।

এ সম্পর্কিত আরও খবর