রংপুরে ফার্মেসি থেকে চিকিৎসা নেন ৮২ ভাগ নিম্ন আয়ের মানুষ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-04-30 22:31:43

রংপুর নগরীর নিম্ন আয়ের ঘনবসতিপূর্ণ এলাকার শতকরা ৮২ দশমিক ৫ ভাগ মানুষ ব্যবস্থাপত্র ছাড়াই ওষুধের দোকান থেকে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। এলাকার ফার্মেসি থেকে জ্বর, মাথা ব্যথাসহ বিভিন্ন রোগে ওষুধের মাধ্যমে তারা চিকিৎসা চালায়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে নগর স্বাস্থ্যসেবায় জবাবদিহি (এরাইজ) প্রকল্পের আঞ্চলিক মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনায় এ তথ্য তুলে ধরেন এরাইজ প্রকল্পের গবেষক নাজিয়া ইসলাম।

তিনি বলেন, চিকিৎসা নিতে সরকারি হাসপাতালে যান শতকরা ৬৯ দশমিক ২ ভাগ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শতকরা ৩৩ দশমিক ৩ ভাগ, এনজিও ক্লিনিকে ৪ দশমিক ৬ ভাগ এবং কবিরাজি চিকিৎসা করান শতকরা ৩ ভাগ মানুষ।

গবেষক নাজিয়া ইসলাম জানান, ২০২৩ সালের জুলাই মাসে রংপুর নগরীর ১৬ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের ঘনবসতিপূর্ণ এলাকায় জরিপ পরিচালনা করে এরাইজ প্রকল্প। জরিপ মতে, বাড়ি থেকে নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছাতে গড়ে ২৫ মিনিট লাগলেও নিম্ন আয়ের মানুষদের আস্থা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওপর। বস্তি এলাকায় বসবাস করার এসব নিম্ন আয়ের মানুষেরা সরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবা পাওয়ার নানা চ্যালেঞ্জের কথা জানিয়েছে। এর মধ্যে শতকরা ২৩ দশমিক ৫ ভাগ মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করা, ২৩ দশমিক ৫ ভাগ মানুষ উৎকোচ গ্রহণ, ২২ দশমিক ২ ভাগ মানুষ হয়রানি, ১৫ দশমিক ৯ ভাগ মানুষ অতিরিক্ত চিকিৎসা ব্যয়, ১০ দশমিক ৫ ভাগ মানুষ নোংরা পরিবেশ, ৯ দশমিক ৮ ভাগ মানুষ চিকিৎসা, নার্স ও স্টাফদের দুর্ব্যবহার, ৮ দশমিক ৩ ভাগ মানুষ দুর্বল ব্যবস্থাপনা, ৬ দশমিক ৭ ভাগ মানুষ রেফারেল সিস্টেমের অভাব, ৫ দশমিক ১ ভাগ মানুষ চিকিৎসা ব্যবস্থাপনা, ৪ দশমিক ১ ভাগ মানুষ বেশি দূরত্বে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবস্থান এবং ২ দশমিক ২ ভাগ মানুষ সেবাদাতাদের সেবা প্রদানে অনীহার কথা তুলে ধরেছেন।

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. আহসান হাবীবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মতবিনিময় সভায় রংপুর নগরীর নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নগর স্বাস্থ্যকেন্দ্র, বক্ষব্যাধি হাসপাতাল, বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়নে নানা সুপারিশমালা তুলে ধরা হয়।

এ সম্পর্কিত আরও খবর