ধর্মঘট প্রত্যাখান তিন সংগঠনের, গাড়ি চালানোর ঘোষণা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-04-27 21:56:07

চট্টগ্রামে ‘বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’র ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাখান করেছে পৃথক তিন পরিবহন মালিক শ্রমিক সংগঠন। সেই সঙ্গে তারা গাড়ি চালানোরও ঘোষণা দেয়।

সংগঠনগুলো হলো- বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ, চট্টগ্রাম পিকআপ-সিএনজি-টেম্পো ও পণ্য পরিবহন মালিক-চালক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।

শনিবার (২৭ এপ্রিল) রাতে স্ব-স্ব সংগঠনের নেতারা বিয়ষটি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস বার্তা২৪.কমকে বলেন, গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টার ধর্মঘট ঘোষণার পর আমাদের সংগঠনের নেতারা বৈঠক করেছি। সকল নেতারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। ৪৮ ঘণ্টার ডাকা ধর্মঘট আমরা প্রত্যাখান করেছি এবং আমাদের বৃহত্তর চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও নোয়াখালীসহ ১৮টি ইউনিয়ন আছে। আমাদের ইউনিয়নের সদস্যভুক্ত চালকরা গাড়ি চালাবে। আমাদের সাথে যে মালিক সমিতিগুলো আছে তাদের মালিকদের সাথেও কথা হয়েছে। মালিক সমিতি বলছে যে, ‘আমরা এ ধর্মঘট মানি না। আমরা গণপরিবহন মালিক সমিতির সাথে নাই। আমাদের গাড়ি চলবে।’

এই নেতা আরও বলেন, তারা যে চার দফা দাবি দিয়েছে। এসব দাবির সাথে আমাদের শ্রমিকদের কোন স্বার্থ জড়িত নেই। যেহেতু এগুলো আমাদের স্বার্থ পরিপন্থি তাই আমরা এটি প্রত্যাখান করেছি। পাশাপাশি যারা ধর্মঘট আহ্বান করেছে তাদের শাস্তি নিশ্চিত করার আমরা দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সড়কে কোন নৈরাজ্য থাকবে না, লাঠিয়াল বাহিনী দ্বারা কোন প্রকাশ্য চাঁদাবাজি করা যাবে না। তাছাড়া চুয়েটের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, দুইজন ছাত্র মারা গেছে। এই ঘটনাটি মীমাংসিত হয়ে গেছে। মীমাংসিত ঘটনাকে কেন্দ্র করে তারা পুনরায় যেহেতু ধর্মঘট ডাক দিয়েছে। এই ধর্মঘট আমরা মানি না, আমাদের গাড়ি যথারীতি চলবে।

এদিকে শনিবার রাত ৮ টায় নগরীর কর্ণেলহাট স্কুল মার্কেটে সংগঠনের কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে ধর্মঘট প্রত্যাখান করেছে চট্টগ্রাম পিকআপ-সিএনজি-টেম্পো ও পণ্য পরিবহন মালিক-চালক ঐক্য পরিষদ এবং বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন।

এসময় সংগঠনের নেতারা ৪৮ ঘণ্টার শ্রমিক স্বার্থ বিরোধী অবৈধ কর্ম বিরতি মানবে না বলে জানান। পাশাপাশি বেআইনি ধর্মঘট আহ্বানকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পিকআপ-সিএনজি-টেম্পো ও পণ্য পরিবহন মালিক চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা।

তিনি বার্তা২৪.কমকে বলেন, ধর্মঘট সড়ক খাতে কর্মরত শ্রমিকদের স্বার্থ পরিপন্থি এবং বেআইনী। কথিত পণ্য পরিবহন পরিষদের ব্যানারে ৪ দফা দাবিতে যারা বৃহত্তর চট্টগ্রামে ঘণ্টার ধর্মঘট আহ্বান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বেআইনী ধর্মঘট প্রত্যাখান করছি। আগামীকাল ( রবিবার) পরিবহন শ্রমিকরা কোন প্রকার বাধা ছাড়া সড়কে গাড়ি চালাবেন। কোন দুষ্কৃতকারী বাধা দিলে প্রশাসনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

এর আগে, শনিবার দুপুরে এক জরুরী সভার শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের জেরে পরিবহন ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় রোববার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুছা জানিয়েছেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটোটেম্পু চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার কোনো বাস এসব জেলা ও মহানগর থেকে ছাড়বে না এবং ঢুকতেও পারবে না। মালিক-শ্রমিকদের স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২২ এপ্রিল) চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই চুয়েট শিক্ষার্থী নিহত হয়। এর জের ধরে ওইদিন থেকেই শিক্ষার্থীরা ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন। গত ২৪ এপ্রিল ঘাতক বাসের চালককে পুলিশ গ্রেফতার করে। শিক্ষার্থীদের আন্দোলন থামাকে ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা গণ পরিবহনে আগুন ধরিয়ে দেয়।

এ সম্পর্কিত আরও খবর