৪০ টন স্লাজ অয়েলসহ ট্যাঙ্কার সমুদ্রে

, জাতীয়

স্পেশাল করেসডন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-04-17 23:59:44

বাংলাদেশ নেভির সদস্যরা ৪০ টন পানি মেশানো স্লাজ অয়েলের একটি ট্যাঙ্কার জব্দ করেছে। বুধবার (১৭ এপ্রিল) ভোরে পতেঙ্গা এলাকার বহির্নোঙ্গরে পরিত্যক্ত অবস্থায় এই তেল জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে পতেঙ্গার আউটার অ্যাঙ্করেজ-বি এলাকার কাছে ওটি গ্লোবাল এনার্জি-১ নামের তেলের ট্যাংকারটি নৌবাহিনী টহলের সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ট্যাংকারটিতে ৪০ টন পানি মেশানো স্লাজ অয়েল ছিল। এখন পর্যন্ত জাহাজের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি। নৌবাহিনী জাহাজটি আমাদের কাছে হস্তান্তর করার পর বিষয়টি আদালতকে জানানো হয়েছে। আদালত পরবর্তীতে পদক্ষেপ নেবেন।

এছাড়াও পরিত্যক্ত অবস্থায় ৮৬ বোতল বিয়ার জব্দ করা হয়। সেগুলোও পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর