বাংলাবান্ধায় ইমিগ্রেশন-আমদানি-রফতানি বন্ধ থাকবে ৩ দিন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-04-17 15:35:55

ভারতের লোকসভা নির্বাচনের কারণে টানা ৩ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রমসহ ইমিগ্রেশন যাত্রী পারাপার।

বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বন্দরের ইমিগ্রেশনসহ আমদানি-রফতানির সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, ভারতের লোকসভা নির্বাচনের কারণে আজ থেকে আগামী শুক্রবার (১৯ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করেছে জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভিন।

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে এ বিষয়ে একটি চিঠি আমাদের হাতে এসেছে। আশা করছি আগামী ২০ এপ্রিল থেকে ইমিগ্রেশনের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

জানা গেছে, আগামী ১৯ এপ্রিল হতে যাওয়া ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলীপুরদুয়ার ও কোচিবহার লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সম্পর্কিত আরও খবর