পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2024-04-17 15:37:29

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নে ৪নং ওয়ার্ডে পশ্চিম সুখাতি গ্রামের বোর্ডঘর এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন।

নিহত দুই শিশু আহাদ (১১) ও আফরোজা (১০)। আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের সন্তান ও অপর নিহত শিশু আফরোজা বাবা-মায়ের বিচ্ছেদের পর মা সহ নানা বাড়িতে থাকতো।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিবেশী মোসলেম উদ্দিন বলেন, আফরোজা নানা বাড়িতেই থাকে। অপর শিশু আহাদ ঈদে নানা বাড়িতে বেড়াতে এসেছে। দুপুরে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলো। এই সময় ৩ শিশু বাড়ির পেছনের পুকুর পাড়ে খেলতে যায়। কিছুক্ষণ পর একজন ফিরে আসলে চারদিকে বাকি দুজনের খোঁজাখুঁজি শুরু হয়। ফিরে আসা শিশুটিকে জিজ্ঞাসা করলে বাকি দুজন পুকুরের পানিতে পড়েছে বলে জানতে পারে বাড়ির লোকজন। এরপর পুকুরে নেমে খোঁজাখুঁজি করার পর দুজনকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর