ইকোলাইজার বিম ভেঙে দুর্ঘটনার কবলে ট্রেন 

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-04-17 12:46:02

জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেসের ট্রেনটির ইকোলাইজার বিম ভেঙে যাওয়ার কারনে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্ট উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া কর্মরত রেল কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় কবলিত স্থানে কর্মরত রেলওয়ে সেকেন্ড গ্রেড মিস্ত্রি মো. আবুল হোসেন বার্তা ২৪.কমকে বলেন, ইকোলাইজার বিম ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। দুই চাকার মাঝখানে একটি হ্যাঙ্গার থাকে। হ্যঙ্গারের দুই পাশে দুটি ইকোলাইজার বিম থাকে। ওই ইকোলাইজার বিমে বগি ধরে রাখে। এটা ভেঙে যাওয়ার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন বার্তা ২৪.কমকে বলেন, তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেস ট্রেন সকাল ৮টা ৫মিনিটে রাজধানীর তেজগাঁও এলাকায় ইঞ্জিনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এই ঘটনায় আপাতত ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ আছে। তাছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ডাবল লাইনের পরিবর্তে আমরা সিঙ্গেল লাইনে রান করছি। ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। 

ইকোলাইজার বিম ভেঙে যাওয়ার কারণে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তৎক্ষণাৎভাবে কিছু বলতে পারছি না। আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারব।

এর আগে বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি বার্তা২৪.কম কে নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

সরেজমিনে দুর্ঘটনা কবলিত স্থান ঘুরে দেখা গেছে, রাজধানী তেজগাঁওয়ের কারওয়ান বাজার মাছের আড়ৎ সংলগ্ন যমুনা এক্সপ্রেস ট্রেনের শোভন-ক ৯৬০০৮১ নাম্বার বগিটির দুইটি চাকা লাইন থেকে নিচে নেমে যায়। ঘটনার পরপর বগিটি উদ্ধারের কার্যক্রম শুরু করেন কর্তৃপক্ষ। সকাল ১০টা নাগাদ বগিটি উদ্ধার করে পুনরায় লাইনে ফেরত আনা হয়।

এ ঘটনায় কোন ধরনের হতাহতের ঘটনা নেই বলেও জানান উদ্ধার কার্যক্রমে অংশ নেয়া রেলওয়ে কর্তৃপক্ষ। 

এ সম্পর্কিত আরও খবর