শীঘ্রই মুজিবনগর স্থলবন্দরের কাজ সম্পন্ন হবে : জনপ্রশাসনমন্ত্রী

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর | 2024-04-17 11:47:37

খুব শীঘ্রই ঐতিহাসিক মুজিবনগর স্থলবন্দরের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, আমাদের এপারে যেমন সড়ক নির্মাণ করা হয়েছে, ভারতের অংশেও রাস্তা নির্মাণের কাজ চলছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে মুজিবনগর দিবসের অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, একটি স্থলবন্দর হতে গেলে দুই অংশের (বাংলাদেশ-ভারত) রাস্তাঘাট ঠিক করতে হয়। সেক্ষেত্রে আমরাও বেশি কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা মুজিবনগর-দর্শনা সড়কটি প্রশস্ত করেছি। এখান থেকে অন্যান্য সংযোগ সড়কগুলোর ডিপিপি কার্যক্রম চলমান আছে।

দুদেশেরই কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে অচিরেই স্থলবন্দর কার্যক্রম সম্পন্ন হবে।

এর আগে মুজিবরগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। এর পরে শেখ হাসিনা মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন তিনি।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর