বাসযোগ্য সবুজ নগরী হবে চট্টগ্রাম: মেয়র নাছির

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 04:32:04

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘পরিকল্পিতভাবে চট্টগ্রামের উন্নয়ন করা হবে। নগরের সব সমস্যা দূর করা হবে। একটি বাসযোগ্য সবুজ নগরী হবে চট্টগ্রাম।’

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) চসিক সম্মেলন কক্ষে ফইল্ল্যাতলী বাজার কিচেন মার্কেট নির্মাণের লক্ষে সিটি করপোরেশনের সঙ্গে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা ও বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, ২০ কোটি ৬৯ লাখ টাকায় ৩০ দশমিক ৮৪ গণ্ডা জমিতে ১০ তলা ভিত্তির ওপর চার তলা ভবন নির্মাণ করা হবে। যেখানে থাকবে পার্কিং, কিচেন বাজার, দোকান, সুপারশপ, হেলথ কেয়ার সেন্টার, সুইমিং পুল ও অফিস।

এর মধ্যে ৯০ শতাংশ বিশ্বব্যাংক অর্থায়ন করবে, ১০ শতাংশ দেবে চসিক। বিশ্বব্যাংকের উক্ত টাকা পাঁচ শতাংশ হারে সুদ দিয়ে ১০ বছরে পরিশোধ করতে হবে।

আ জ ম নাছির বলেন, ফিরিঙ্গিবাজারে কিচেন মার্কেট ও ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডের বাকলিয়ায় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের চুক্তি সই হবে বিএমডিএফের সঙ্গে।’

মেয়র বলেন, ‘নগরজুড়ে বাজার বসছে। হকার উচ্ছেদ করছি। তারা রিকশাভ্যানে বাজার সাজিয়ে সড়কে জায়গা দখল করছে। যানজট সৃষ্টি হচ্ছে। জনদুর্ভোগ বাড়ছে। তাই অ্যাকশনে যাচ্ছি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘ভ্যানে কী কী পণ্য বিক্রি করতে পারবে তা নির্ধারণ করে দেওয়া হবে। সময় ঠিক করে দেওয়া হবে। তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। আইডি কার্ড দেওয়া হবে।’

‘চট্টগ্রামে খেলার মাঠ কম। বাকলিয়ায় কর্ণফুলী নদীর তীরে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের পাশাপাশি সবাই উপকৃত হবে, বিনোদনের সুযোগ পাবে।’

এ সম্পর্কিত আরও খবর