উপজেলা নির্বাচন: হাতীবান্ধা-পাটগ্রামে চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়নপত্র দাখিল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, লালমনিরহাট | 2024-04-15 21:22:54

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে লালমনিরহাটের দুই উপজেলা হাতীবান্ধা ও পাটগ্রামে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার (১৫ এপ্রিল) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

হাতীবান্ধা উপজেলায় আলোচিত জামায়াত নেতা হাবিবুর রহমান সাতাসহ মোট ৫ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আর পাটগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছেন ৩ জন।

হাতীবান্ধায় চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুন, জামায়াত নেতা হাবিবুর রহমান সাতা, মজিবুল আলম সাদাত ও তার স্ত্রী শাহানা ফেরদৌস সীমা।

এদিকে হাতীবান্ধা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে জেলা বিএনপির অন্যতম নেতা শামসুজ্জামান সেলিমসহ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের আহবায়ক মাকতুফা রহমান বেলিসহ মোট ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

পাটগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, ওয়াজেদুল ইসলাম শাহীন ও রেজাউল করিম রাজ্জাক মনোনয়ন দাখিল করেছেন।

পাটগ্রাম উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর বিএনপির সাবেক সভানেত্রী লতিফা আক্তারসহ মোট ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর