মেয়ের অস্ত্রোপচারের টাকা পুড়ে ছাই, সুগন্ধার চোখে অন্ধকার

, জাতীয়

তাসনীম হাসান, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-04-15 20:21:53

দুই মাস ধরে গুরুতর অসুস্থ নবম শ্রেণির ছাত্রী অর্পিতা দাশ। জ্বর কমছিলই না। কারণ খুঁজতে পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল অর্পিতার পেটে বসতি গেড়েছে টিউমার। চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুতই করতে হবে অস্ত্রোপচার। সেজন্য এখান থেকে ওখান থেকে নিয়ে টাকা জমাতে শুরু করেন চট্টগ্রাম বন্দর হাসপাতালে কর্মরত মা সুগন্ধা দাশ। ৫০ হাজার টাকা জমিয়ে বড় যত্নে রেখেছিলেন বাসায়। অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা মেয়েকে কিছুদিন ধরে ভর্তি করিয়েছেন হাসপাতালেও।

কিন্তু তার আগেই আগুন এসে কেড়ে নিয়েছে সুগন্ধার সব, মেয়ের অস্ত্রোপচারের টাকা। সেসব ভেবে কান্না থামছেই না এই মধ্যবয়সী নারীর। পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরের সামনে বসে এই নারী বিলাপ করছিলেন, ‘আমি এখন কোথায় যাব, মেয়েকে কীভাবে অস্ত্রোপচার করাব।’

২০১৭ সালে স্বামী পরিমল দাশকে হারান সুগন্ধা। এরপর থেকে ছেলে ও মেয়ের কথা ভেবে আর বিয়েমুখী হননি। বড় ছেলের বয়স মাত্র ২০। তিনি অবশ্য এখনো তেমন কিছু করেন না। আর ১৬ বছরের মেয়ে অর্পিতা নবম শ্রেণিতে পড়ছে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে। বন্দর হাসপাতালে দৈনন্দিন ভিত্তিতে কাজ করা মায়ের আয়েই চলছিল অর্পিতাদের সংসার। এর মধ্যে অর্পিতা অসুস্থ হয়ে পড়ায় আরও বিপাকে পড়েন মা।

দুই সপ্তাহ আগে অর্পিতাকে ভর্তি করানো হয় মায়ের কর্মস্থল বন্দর হাসপাতালে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে অর্পিতার অস্ত্রোপচার করার কথা ছিল। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে হাসপাতালে একদিকে নিজের কাজ, অন্যদিকে মেয়েকে দেখভাল করা-দুটোই করছিলেন সুগন্দা। এমন সময় খবর পান তার বাসাসহ আশপাশের সব বাসা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মেয়েকে হাসপাতালের বিছানায় রেখে দ্রুত আসলেও কিছুই রক্ষা করতে পারেননি সুগন্ধা। তার আগেই পুড়ে গেছে বাসার সবকিছুই, মেয়ের অস্ত্রোপচারের জন্য রাখা ৫০ হাজার টাকাও।

সোমবার বিকেলে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকার এয়াকুবনগর লইট্টাগাড়া এলাকায় গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া বাসায় বসে কেঁদেই চলেছেন সুগন্ধা দাশ। বোন এসে সান্ত্বনা দেওয়ার সব চেষ্টাই করছিলেন। কিন্তু কিছুতেই যেন থামছিল না সুগন্ধার কান্না। অস্ফুট স্বরে বলতে থাকেন, ‘ও মারে, ও বাপরে, আমার তো কিছুই রইল না।’

সোমবার দুপুরে হঠাৎ লাগা আগুনে এই এলাকার ৮৭টি কক্ষ পুড়ে গেছে। পুড়ে যাওয়া সেই কক্ষের একটিতে ছেলে আর মেয়েকে নিয়ে থাকতেন সুগন্ধা।

সুগন্ধা দাশ বলেন, ঘটনার সময় আমি বন্দর হাসপাতালে ছিলাম। একদিকে সেখানে ভর্তি থাকা মেয়েকে দেখতে হচ্ছিল, অন্যদিকে নিজের কাজও সারতে হচ্ছিল। আগুনের খবর পেয়ে মেয়েকে হাসপাতালে রেখে বাসায় এসে দেখি তিলে তিলে গড়ে তোলা আমার সবকিছুই ছাই।’

মেয়েকে এখন কীভাবে অস্ত্রোপচার করাবেন, সেই ভাবনায় চোখে অন্ধকার দেখছেন সুগন্ধা। বললেন, ‘কত কষ্ট করে মেয়ের অস্ত্রোপচারের জন্য ৫০ হাজার টাকা জমিয়েছিলাম। আগুনে টাকাগুলো পুড়ে গেছে। এখন কোথায় টাকা পাব জানি না।’

এক আগুন শুধু সুগন্ধাদের সব কেড়ে নেয়নি। অর্পিতার জীবনটাকেও ফেলে দিয়েছে বড়সড় ঝুঁকির মুখে!

এ সম্পর্কিত আরও খবর