স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-25 20:19:42

বরিশালে স্ত্রীর করা যৌতুক মামলায় স্বামীকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ৫ হাজার টাকা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ জানুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা জজ আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এ দণ্ড দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম আব্দুর রাজ্জাক হাওলাদার। তিনি নগরীর রুপাতলী হাউজিং এলাকার ফিরোজ হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৫ এপ্রিল রাজ্জাক হাওলাদারের সঙ্গে বিয়ে হয় ময়না আক্তারের। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই তার স্বামী যৌতুকের জন্য বেপরোয়া হয়ে ওঠে। ময়নার ওপর নির্যাতন চালায়। পরে তাকে ৫০ হাজার টাকা দেয়া হলেও পুনরায় আবার ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। দাবি পূরণে ব্যর্থ হলে মারধর করে একই বছরের ২৯ সেপ্টেম্বর তাকে তাড়িয়ে দেয়।

পরবর্তীতে ২০১২ সালের ২ অক্টোবর ওই ট্রাইব্যুনালে আসামি রাজ্জাক হাওলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রী ময়না আক্তার। পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক ওই আদেশ দেন।

এ সম্পর্কিত আরও খবর