নির্বাচন বাতিলের সুযোগ নেই: ইসি সচিব

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-22 02:31:01

একাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে (ইসি) ভোট বাতিলের দাবি জানালেও তার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।

সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি এ কথা জানান।

হেলালুদ্দিন বলেন, 'গত ৩ জানুয়ারি ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে অভিযোগ করে একটি স্মারকলিপি প্রদান করেছেন। ৬ জানুয়ারি আওয়ামী লীগও স্মারকলিপি দিয়ে ঐক্যফ্রন্ট যে অভিযোগগুলো করেছে সেগুলো সত্য নয় মর্মে উল্লেখ করেছে। কমিশনারবৃন্দ এ বিষয়ে আলোচনা করেছেন।'

সচিব আরও বলেন, 'তারা জাতীয় নির্বাচনের বিষয়ে যেসব অভিযোগ দিয়েছে সেগুলো নিয়ে সভায় আলোচনা করেছেন। তবে তারা একাদশ সংসদ নির্বাচন বাতিল এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে দাবি জানিয়েছে তার কোন সুযোগ নেই।'

সংক্ষুব্ধরা ট্রাইব্যুনালে মামলা করতে পারেন উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের আর কিছু করার কোন সুযোগ নেই। যদি কেউ সংক্ষুব্ধ হন, তাহলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।'

এ সম্পর্কিত আরও খবর