রেল খাতে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: রেলমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-24 02:15:45

রেল খাতে কোনো ধরনের দুর্নীতি হলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, 'রেল খাতে যদি দুর্নীতি থাকে এর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান গ্রহণ করব। আমাদের নির্বাচনের ইশতেহারের এক নাম্বারে ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। প্রধানমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব।'

তিনি আরও বলেন, 'রেলপথকে জনগণের বাহন হিসেবে আরও সহজলভ্য করে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া রেলে মালামাল যাতায়াতকে আরও সহজ করার জন্যও কাজ করা হবে। এই লক্ষ্যে আমাদের বাজেট প্রাথমিক অবস্থায় থেকে অনেক অনেক বৃদ্ধি পেয়েছে। এরই প্রথম ধাপ হিসেবে চলতি বছরে নতুন ২০০ রেল কোচ সংযোজন করা হবে।'

তিনি রেলখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'ট্রেন ছেড়ে যাওয়া এবং পৌঁছানোর সময় এখন নির্দিষ্ট। কোনো ধরনের বিলম্ব হয় না। রেল মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে এবং মানুষের হাতের নাগালে রেল চলে গেছে। আমরা প্রতিটি জেলায় রেল লাইন পৌঁছে দেব এবং জরাজীর্ণ রেললাইনগুলোকে আমরা ঠিক করব।'

মন্ত্রী আরও বলেন, 'রেল খাতে লোকবলের কিছুটা ঘাটতি রয়েছে। তবে এই ঘাটতি আমরা ক্রমান্বয়ে পূরণ করব।'

রেলখাতে নেওয়া সকল পরিকল্পনা পূরণ করতে পারলে রেল লাভজনক অবস্থায় চলে আসবে বলেও তিনি জানান। এ সময় সংবাদ সম্মেলনে রেল মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর