সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের প্রতিবাদ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2024-03-19 17:45:59

জৈন্তাপুরে পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহতের ঘটনায় সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৯মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জৈন্তিয়া গেট এলাকায় চিকনাগুল ইউনিয়নবাসীর ডাকে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।

এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান- সিলেট-তামাবিল মহাসড়ক মৃত্যুর আরেক নাম, আমরা আর মরতে চাই না। প্রশাসনের কাছে আমাদের দাবি যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটেছে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। এছাড়া অদক্ষ লাইসেন্সবিহীন চালকদের যানবাহন চালানো বন্ধ করতে হবে এবং চোরাই পণ্যবাহী নম্বরহীন ডিআই পিকআপ গাড়ি অনির্দিষ্টকালের জন্য তামাবিল মহাসড়কে বন্ধ ঘোষণা করতে হবে।

অবরোধরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম ও গোয়াইনঘাট কোম্পানীগঞ্জের সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহিদুর রহমান। এ সময় তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে দুর্ঘটনা রোধে আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রফিক আহমেদ, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটির সভাপতি আব্দুছ সালাম, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার (১৮ মার্চ) তামাবিল মহাসড়কের সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি দুই’র সামনে গরুবোঝাই পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

এ সম্পর্কিত আরও খবর