নরসিংদীর মনোহরদীতে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,নরসিংদী | 2024-03-19 17:43:35

নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে ৯ দোকান পুড়ে ছাই। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি এতে অন্তত এক কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে মনোহরদীর হাতিরদিয়া বাজারে জুতা পট্টিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হাতিরদিয়া বাজারে জুতা পট্টিতে একটি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান। মুহুর্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে মনোহরদী ও শিবপুর উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে একে একে পুড়ে গেছে বাজারের ৯টি দোকান। আর এ আগুন ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা হবে। তবে ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হবে।

এ সম্পর্কিত আরও খবর