‘ নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে ২৮ জানুয়ারির মধ্যে পদক্ষেপ’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 15:53:32

সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করার ক্ষেত্রে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে ২৮ জানুয়ারির মধ্যে প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সংবাদবান্ধব। তিনি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করেন। আপনারা দেখেছেন, যারা একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করত তাদেরও দুঃসময়ে প্রধানমন্ত্রী কিভাবে এগিয়ে এসেছিলেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে সাংবাদিকদের আবাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে; তা বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রণালয়ে কথা হয়েছে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করতে যাচ্ছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ডিজিটাল অ্যাক্ট নিয়ে সাংবাদিকদের চিন্তার কিছু নাই, এই আইন নিয়ে সংসদে কথা বলা হবে। এখন হলুদ ও অপসাংবাদিকতা নিয়ে কথা হচ্ছে। আমি মনে করি, আমাদের পাশাপাশি যদি আপনারা দায়িত্ব নেন তাহলে তা রুখে দিতে পারব।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সহ-সভাপতি মোজাম্মেল হকসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর