হবিগঞ্জে কৃষক হত্যার দায়ে ১০ জনের মৃত্যুদণ্ড

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-30 15:33:11

হবিগঞ্জে সতের বছর আগে কৃষক আবদুর রাজ্জাক হত্যা মামলায় ১০ আসামিকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই আসামিদের প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। দোষী প্রমাণিত না হওয়ায় ওই মামলার আরো ১৪ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামের রমিজ আলী, তরিক উল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মন্নান, বাচ্চু মিয়া, আব্দুস সালাম, ইউসুফ উল্লাহ, আব্দুল মতলিব, আব্দুল হান্নান ও নাছিম উল্লাহ। তাদের মধ্যে রহমান, ছালাম ও হান্নান পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২৯ অক্টোবর হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে বাঘজুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে আসামি রজিম আলী ও তার লোকজনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সেদিন বিকালে রজিম ও তার অনুসারীরা রাজ্জাককে বাড়ির পাশের হাওরের সামনে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রাজ্জাকের ছেলে হারুণ মিয়া বাদী হয়ে ২৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মমালা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২৭ জনের নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচার শুরু হয়। মামলার ২৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিচারক ১০ জনের ফাঁসির আদেশ দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি আব্দুল আহাদ ফারুক জানান, মামলায় ২৭ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু ইতোমধ্যে ৩ জন মারা যান আর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

এ সম্পর্কিত আরও খবর