আসছে ১৭ দিনব্যাপী ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:30:22

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলার উন্নতির জন্য ১৭ দিনব্যাপী ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করতে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১৩ জানুয়ারি) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক আয়োজিত আগামী ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় মহানগরের জনসাধারণকে সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলতে বলা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ ২৯টি পয়েন্টে ট্রাফিক চেকপোস্ট বসানো হবে।

তাছাড়া হাইড্রোলিক হর্ন, দ্রুত গতির যানবাহন, হুটার, বিকন লাইট, উল্টো পথে চলাচল এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

বলা হয়েছে, সকল প্রকার ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালন করা হবে।

গত বছরের ট্রাফিক সপ্তাহ ও ট্রাফিক শৃঙ্খলা মাস সফলভাবে পালনের ধারাবাহিকতায় এই কার্যক্রম চালানো হচ্ছে।

ডিএমপি থেকে জানানো হয়, অপর্যাপ্ত ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সুবিধা ও বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান সম্ভব না। তার পরেও ট্রাফিক আইনের কঠোর প্রয়োগে ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলার উন্নতি এখন অনেকটা দৃশ্যমান।

এ সম্পর্কিত আরও খবর