ময়মনসিংহে ডাকাতের গুলিতে পুলিশ কর্মকর্তা আহত

ময়মনসিংহ, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম | 2023-08-24 21:54:35

ময়মনসিংহে ডাকাতির সময় বাধা দেওয়ায় ডাকাতের গুলিতে কেতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার শাহ সুপার আবিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, শনিবার (১২ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় নুর অ্যান্ড সন্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা করে মুখোশধারী ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল। এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের ভোল্ট ভাঙার চেষ্টা করে।

টের পেয়ে ডাকাত দলকে বাধা দেয় টহল পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় ডাকাত দল। এতে গুলিবিদ্ধ হন এএসআই শাখাওয়াত। পরে আহত সাখাওয়াতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও আহত পুলিশ সদস্যকে দেখতে যান জেলা পুলিশ সুপার শাহ সুপার আবিদ হোসেন। এসময় তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

এ সম্পর্কিত আরও খবর