‘শ্রমিক আন্দোলন ভিন্ন খাতে ঘোরালে ব্যবস্থা’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 15:44:47

পোশাক শ্রমিকদের আন্দোলন ভিন্ন দিকে ঘুরিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘রাস্তায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের ব্যবহার করে কেউ যদি ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেছেন, ‘শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উসকানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া খুব শিগগির তাদের দাবি মিটিয়ে দেওয়া হবে।’

এর আগে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া মিরপুর মডেল থানার সামনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করেন।

এ সম্পর্কিত আরও খবর