দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সের ঘোষণা ভূমিমন্ত্রীর

চট্টগ্রাম, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্টে, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-26 18:01:52

নিজ মন্ত্রণালয়ে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেছেন, আমি কোনো ধরনের ব্যর্থতা নিয়ে মন্ত্রণালয় ছাড়বো না। ভূমি মন্ত্রণালয়কেও ঢেলে সাজাবো।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নতুন সরকারের ভূমিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে আসেন। এ সময় তিনি বলেন, আমি চট্টগ্রামবাসীর কাছে দোয়া চাই। আমি যেন এ দায়িত্ব পালন করতে পারি।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি তার আস্থার প্রতিদান দেবো। জনগণকে সঙ্গে নিয়ে এ মন্ত্রণালয়কে টপ ফাইভে নিয়ে যাবো। ভূমি মন্ত্রণালয়ে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।

তিনি বলেন, মন্ত্রণালয় সামলানো একটি গুরু দায়িত্ব। এখানে জনগণের জন্য কাজ করার প্রচুর সুযোগ আছে। ভূমি মন্ত্রণালয় হবে জনগণকে সেবা দেওয়ার মন্ত্রণালয়।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমার টিম নিয়ে আমার এই মন্ত্রণায়লকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো।

এ সম্পর্কিত আরও খবর