হলফনামার কালো টাকার সন্ধানে নামবে দুদক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 23:43:22

সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় কালো টাকার অস্তিত্ব আছে কিনা সেই ব্যপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) শীঘ্রই অভিযানে নামবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘হলফনামায় যাদের কালো টাকার সন্ধান পাওয়া যাবে, তারা কেউ রেহাই পাবে না। তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।’

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পারবেন। দুর্নীতির বিপক্ষে সরকারের অবস্থানে আমরা উৎসাহিত।’

‘তাই সাবেক মন্ত্রী বা বর্তমান মন্ত্রী যেই হোক, যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি, বেসরকারি যে কোনো অনিয়ম, নিয়োগ বাণিজ্য, ঘুষ, যে কোনো প্রকার দুর্নীতির বিপক্ষে দুদকের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।’

নতুন বছরের শুরুতে ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজে ভর্তি বাণিজ্য হচ্ছে- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘আমরা এলার্ট আছি, যে কোনো অনিয়মের বিরুদ্ধে দুদক তৎপর আছে।’

এ সম্পর্কিত আরও খবর