সফল না হলে দায়িত্ব ছেড়ে দেবো: ধর্মমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 22:52:02

হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হতে দেবেন না দাবি করে এতে সফল না হলে দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে প্রথম কর্মদিবসে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, আগামী বছর অতীতের তুলনায় সবচেয়ে ভালো হজ হবে। হজ ব্যবস্থাপনায় যাতে কোনো অভিযোগ না থাকে এবং সবার কাছে গ্রহণযোগ্য হয় সে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমি এর আগেও হজ নিয়ে অনেক কথা শুনেছি। নিজে কয়েকবার পবিত্র হজপালন করেছি। সেখানে নিজেই ভুক্তভোগীদের কান্না শুনেছি। তখন ক্ষমতা ছিলো না বলে কিছু করতে পারিনি। আল্লাহ সে জন্য হয়ত আমাকে দায়িত্ব দিয়েছেন। হজ ব্যবস্থাপনায় আর কোনো কথা হোক তা চাই না। কোনো অব্যবস্থাপনা আর হতে দেবো না। যদি ফেল করি তাহলে দায়িত্ব ছেড়ে দেবো।

এ সম্পর্কিত আরও খবর