এবার রাজধানীর কালশীতে শ্রমিক অবরোধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-22 15:50:52

নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন না দেওয়া রাজধানীর মিরপুরের কালশী এলাকার রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে আশপাশের এলাকার যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানা যায়।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল ৯ টা থেকে কালশীর ২২তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা থেকে শ্রমিকদের উঠিয়ে দিতে ঘটনাস্থলে পুলিশ গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পরেও শ্রমিকরা রাস্তাই অবস্থান করছে।

শ্রমিকদের মধ্যে কয়েকজন অভিযোগ করে জানান, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী মালিকপক্ষ বেতন দিচ্ছে না। এ বিষয়ে তারা বারবার দাবি জানিয়ে আসলেও তাদের উল্টো চাকরি থেকে বের করার হুমকি দেওয়া হয়। তাই শেষমেশ তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে দাবি আদায়ের জন্য।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বার্তা২৪.কমকে জানান, 'সমস্যা সমাধানে পুলিশ এবং মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সচেষ্ট রয়েছি।'

অন্যদিকে জানা গেছে রাজধানীর দক্ষিণখানের আটিপাড়া সংলগ্ন এপিএস গার্মেন্টেসের শ্রমিকরা ভাঙচুর চালিয়েছে এবং রাস্তা অবরোধ জন্য শ্রমিকরা জড়ো হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর