প্রধানমন্ত্রীর ‘দিকনির্দেশনায়’ কাজ করব: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

ঢাকা, জাতীয়

তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 23:10:06

উন্নয়নের ধারা ধরে রাখাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

খালিদ মাহমুদ চৌধুরী জানান, উন্নয়ন সূচকের ধারাকে ধরে রেখে সামনের একশ বছরে ‘উন্নত দেশ’ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা তা বাস্তবায়নে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন তিনি।

সোমবার (৭ জানুয়ারি) নৌ পরিবহন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বার্তা২৪.কমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান আওয়ামী সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

প্রথমবার প্রতিমন্ত্রী হওয়ার অনুভূতির বিষয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমার ওপরে যে বিশ্বাস রেখেছেন, তার মর্যাদা দিতে চাই। তিনি আমার ওপরে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী লক্ষ্য স্থির করেছেন আমরা উন্নত দেশে পরিণত হব। এ জন্য তিনি ডেল্টা প্ল্যান করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখাই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। গত ১০ বছরে বাংলাদেশকে লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে ডেভেলপমেন্ট কান্ট্রিতে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। আমাদের বিশ্বাস যেহেতু আমাদের লিডার শুধু জাতীয় ভাবে নয়, আন্তর্জাতিকভাবে যে খ্যাতি অর্জন করেছেন, তার যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বিজয়ী হব।’

মন্ত্রী হওয়ার পর সামনে কোন বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জানতে চাইলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হচ্ছে- বাংলাদেশের মানুষের আওয়ামী লীগের প্রতি যে প্রত্যাশা আছে; শেখ হাসিনার নেতৃত্বে সেই প্রত্যাশা পূরণে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কে মন্ত্রী হয়েছে বা কে মন্ত্রী হয় নাই- সেটা বড় বিবেচ্য বিষয় নয়। আমরা শেখ হাসিনার নেতৃত্বে অল আর ইউনাইটেড। এটি হচ্ছে বড় কথা। বাংলাদেশের মানুষ আজ একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হয়েছে বলেই আমরা ২৮৮ আসনে জয়যুক্ত হয়েছি। আমরা এই ঐক্য বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’

দেশকে এগিয়ে নিতে প্রতিমন্ত্রী হিসেবে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ গঠন করেছেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি নিশ্চয়ই আমাদের মন্ত্রিপরিষদের সভায় দিকনির্দেশনা দেবেন। সেই দিকনির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব।’

তরুণ প্রজন্মকে কেমন দেশ দিতে চান জানতে চাই তিনি বলেন, ‘ইশতেহারের মধ্যে সেই লক্ষ্য স্থির করে ফেলেছি। আমাদের ইশতেহার তরুণ প্রজন্ম গ্রহণ করেছে বলেই আমরা এতো বিপুলভাবে জয় পেয়েছি। তাই ইশতেহার বাস্তবায়ন করাটাই আমাদের মূল লক্ষ্য। তরুণ প্রজন্ম তো আমাদের সঙ্গে আছেই। আমাদের কর্মসূচির সঙ্গে তারা সমর্থন দিয়েছে। কাজেই ইশতেহারে যে কর্মসূচি আমরা দিয়েছি সেটা এখন বাস্তবায়ন করাটাই আমাদের লক্ষ্য। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেটা করব।’

মন্ত্রিসভার রদবদলকে কীভাবে দেখছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘মন্ত্রিসভার রদবদল হয়েছে এটা সঠিক। বাদ গেছে, এটা সঠিক না। আমরা সকলে একটি দল করি। একটি আদর্শের রাজনীতি করি। একজন নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করি। আমরা এক এক সময় এক এক জায়গায় দায়িত্ব পালন করব। কেউ আজকে মন্ত্রী আছে, কালকে থাকবে না। আবার যে আজকে মন্ত্রী নেই, কালকে মন্ত্রী হবে।’

তিনি আরও বলেন, ‘যেহেতু গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে গেছে, অতএব আওয়ামী লীগ আরও সুদৃঢ় হয়েছে। আমরা যে যার অবস্থান থেকে কাজ করছি। কেউ দলের মধ্যে কাজ করছেন, কেউ সরকারের কাজ করছেন, কেউ সংসদে কাজ করবেন। আমরা প্রত্যেকটি জায়গা জবাবদিহিতার আওতায় আনতে চাই। জনগণের চাওয়া পাওয়া আমরা শেখ হাসিনার নেতৃত্বে পূরণ করব।’

এ সম্পর্কিত আরও খবর