গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জেলা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম | 2023-08-23 07:07:59

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইছা মোড়ল (৫৫) নামে এক কৃষক মারা গেছেন।

সোমবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ইছা মোড়ল শ্রীফলকাটি গ্রামের মৃত আমির মোড়লের ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সকালে কৃষক ইছা মোড়ল বিদ্যুতের তারের উপর পড়া একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা ইছা মোড়লকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর