ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 02:24:24

সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। তাদের এই কর্মসূচি ঘিরে নির্বাচন কমিশন সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে দেখা যায়, নির্বাচন ভবন এলাকায় প্রবেশের ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও গণমাধ্যমকর্মীসহ সবার পরিচয় নিশ্চিত হয়ে দেহ তল্লাশি করে কমিশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। 

নির্বাচন ভবন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, ডিবি পুলিশসহ সেনাবাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে স্মারকলিপি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) যাওয়ার কর্মসূচি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল।

এ সম্পর্কিত আরও খবর