পুন:নির্বাচনের দাবিতে বরিশালে মৌন প্রতিবাদ

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম | 2023-08-25 14:17:04

সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালে তিনদফা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সংগঠনের বরিশাল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন হিসেবে দেখছে বাম নেতারা। ওই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুন:নির্বাচন দেয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি নোয়াখালীতে নির্বাচনী সহিংসতার জের ধরে গৃহবধূ ধর্ষণের বিচারের জোর দাবি জানান বাম নেতারা।

মৌন প্রতিবাদে উপস্থিত ছিলেন- বাম গনতান্ত্রিক জোটের বরিশালের সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, গনসংহতি আন্দোলনের সভাপতি দেওয়ান আবদুর রশিদ নিলু, সাধাারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ বাড়ৈ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর