নিষেধাজ্ঞা কাটিয়ে সেন্টমার্টিন গেল পর্যটকবাহী জাহাজ

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-24 11:10:17

নিষেধাজ্ঞা কাটিয়ে কক্সবাজারের সেন্টমার্টিনের উদ্দেশে পর্যটকবাহী কয়েকটি জাহাজ ছেড়ে গেছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল থেকে জাহাজগুলো চলাচল শুরু করে। বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান।

তিনি জানান, গত ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। মূলত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তার কথা বিবেচনা করে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়। নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে।

কেয়ারি সিন্দাবাদ জাহাজের ব্যবস্থাপক শাহ আলম বার্তা২৪.কমকে বলেন, ‘চারদিন বন্ধ থাকার পর প্রশাসনের নির্দেশে আজ ২ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিন গেছে আমাদের জাহাজ। আশা করি আগামীতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।’

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর থেকে এই নৌপথে প্রথমে দুইটি পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করে। তবে বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে ছয়টি জাহাজ চলাচল করছে। সেগুলো হচ্ছে- কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, বে-ক্রুস, এলসিটি কাজল, এমভি ফারহান ও গ্রিন লাইন।

এ সম্পর্কিত আরও খবর