সিইসিকে জাপা প্রার্থীর আল্টিমেটাম

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-21 16:03:23

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই দাবি করে হয়রানি বন্ধসহ ভীতিকর পরিস্থিতি থেকে উত্তরণে প্রধান নির্বাচন কমিশনারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী এস.এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ আল্টিমেটাম দেন।

জেলা জাপার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন, ‘মিঠাপুকুর পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের প্রার্থী এইচএন আশিকুর রহমানের লোকজন এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে লাঙ্গলের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে জাপার নেতা-কর্মীসহ ও লাঙ্গল ভক্তদের ভয়ভীত, হয়রানি ও মিথ্যা মামলায় জড়াচ্ছে। প্রতিদিন দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। কোনো পরোয়ানা ছাড়া গ্রেফতার করা হচ্ছে।’

লাঙ্গলের এ প্রার্থী আরও বলেন, ‘মিঠাপুকুরের সহকারি রিটার্নিং কর্মকর্তা মামুনুর রশিদ আওয়ামী লীগ প্রার্থীর পিএস। তার মাধ্যমে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত সম্ভব নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে জেলা রির্টার্নিং কর্মকর্তাকে দুই দফা অভিযোগ করেছি। কিন্তু জেলা রির্টার্নিং কর্মকর্তা কোনো পদক্ষেণ নেননি।’

নির্বাচনের ম্যানুয়াল ও আরপিও অনুযায়ী লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রধান নির্বাচন কমিশনারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ফখর-উজ-জামান জাহাঙ্গীর বলেন, ‘আমার নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের হয়রানি বন্ধ এবং ভীতিকর পরিস্থিতির উত্তরণ না হলে আওয়ামী লীগ প্রার্থীর আরপিও বিরোধী কর্মকাণ্ড রুখে দেওয়া হবে। এতে কোনো সমস্যা হলে নির্বাচন কমিশন ও প্রশাসনকে দায়ভার নিতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর