তারাগঞ্জে কঠোর নিরাপত্তা বেষ্টনী, পথে পথে তল্লাশি

রংপুর, জাতীয়

ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-27 09:18:14

বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদানের উদ্দেশে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা। তিন স্তরের নিরাপত্তা বলয়ে সাজানো হয়েছে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের প্রবেশপথ।

আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থান নিয়েছে। চলছে পথে পথে তল্লাশি। রংপুরের পুত্রবধূ, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১২টায় জনসভা মঞ্চে উঠবেন।

এদিকে হাজার হাজার নেতাকর্মী তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রবেশের উদ্দেশে বাইরে অবস্থান করেছে। খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিচ্ছে জনসভাস্থলের মূল ফটকের দীর্ঘ সারিতে। সেখানে নেতাকর্মীদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল ১২টায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কামাল মোঃ আহসানুল হক চৌধুরী ডিউকের পক্ষে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা আড়াইটায় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভাতে অংশ নেবেন তিনি। নৌকার প্রার্থী স্পীকার ড. শিরীন শারমিনের সমর্থনে জনসভা শেষে বিকেল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন।

এরআগে পীরগঞ্জের ফতেপুরে তাঁর স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম ওয়াজেদ মিয়ার স্মৃতিবিজড়িত জয়সদনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জোহেরের নামাজ আদায়ের পর দুপুরের খাবার খাবেন তিনি। পরে প্রয়াত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত ও নিকট আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করবেন।

এ সম্পর্কিত আরও খবর