ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে পরিবারের ৮ ঘর পুড়ে ছাই

রংপুর, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-05-24 00:24:00

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় সংখ্যালঘু পরিবারের আটটি ঘর পুড়ে গেছে।  

শুক্রবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ইউনিয়নের সিঙ্গিয়া সহপাড়ায় মটাসা ঘোষের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমানোর পর ভোরের দিকে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। পরে চিৎকার করলে এলাকার স্থানীয় লোকজন ছুটে আসেন। এ সময় আগুন নেভানোর চেষ্টা করলে মটাসা ঘোষের স্ত্রী পুরন রানী ঘোষ ও তার ছেলে কৃষ্ণ ঘোষ আহত হন। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তারা আরও জনান, আগুনে তাদের সম্পূর্ণ বাড়িঘর পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩ লক্ষাধিক টাকার মতো।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

এ সম্পর্কিত আরও খবর