মধ্যরাতে বিকট শব্দে আতঙ্কিত গ্রামবাসী

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 09:03:56

কনকনে শীত। দমকা বাতাস। গুঁড়িগুঁড়ি বৃষ্টি। নিঝুম পল্লী। সারা দিনের ক্লান্তি শেষে ঘুমিয়েছে মানুষ। হঠাৎ বিকট শব্দ। কেউ বলছেন তিনবার, কেউ বলছেন চারবার। তবে বিকট আওয়াজে ঘুম ভেঙেছে গ্রামবাসীর। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আতঙ্কিত তারা, শঙ্কিত তো বটেই।

সোমবার (১৭ ডিসেম্বর) রাতে সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের শেখের হাট নামক স্থানে বিকট শব্দে ঘুম ভেঙেছে গ্রামবাসীর। কেউ বলছে বোমার শব্দ, কেউ বলছে ককটেল আবার কেউ বলছে চকলেট বাজি।

তবে কোনটির শব্দ তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১১টার দিকে। এরপর থেকে পুলিশ ঘটনাস্থল শনাক্তকরণে মাঠে নামলেও এখন পর্যন্ত কোনো কিনারা করতে পারেনি।

ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী অফিসের পাশে এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লালটু শেখের বাড়ির সামনে কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেছে।

একই কথা বলেছেন, সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহও।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনা শোনার পর থেকেই পুলিশ ওই এলাকায় আছে। ঘটনাস্থল খোঁজা হচ্ছে। আলামত উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনাটি এলাকায় ত্রাস সৃষ্টির জন্য হতে পারে। তবে এটি বোমা বিস্ফোরণ কিনা তা আলামত উদ্ধার না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।

এ সম্পর্কিত আরও খবর