ডিসি কার্যালয়ের সামনেই রাত কাটাবেন লতিফ সিদ্দিকী

ঢাকা, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 23:31:42

টাঙ্গাইলের কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন প্রত্যাহার ও হামলায় জড়িতদের গ্রেফতার না হওয়া পর্যন্ত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই কাটাবেন।

ইতোমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাপড় ও বাঁশ দিয়ে সামিয়ানা (তাঁবু) টাঙিয়ে অবস্থান নিয়েছেন লতিফ সিদ্দিকী।

সন্ধ্যার পর ডিসি কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, তাঁবু ঘিরে লতিফ সিদ্দিকীর সমর্থক ছাড়াও উৎসুক জনতা ভীড় জমিয়েছেন। আর ভেতরে মাটিতে পাটি ও তোশক বিছিয়ে শুয়ে আছেন তিনি।

এ সময় লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানান, আগামী সংসদ নির্বাচনে তার বিজয় নিশ্চিত জেনে বর্তমান এমপি ও আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা তার গাড়িতে হামলা চালায়, যাতে তিনি নির্বাচন থেকে সড়ে যান।

তিনি বলেন, ‘আমি তো আওয়ামী লীগের বাইরের কেউ নই। বিগত দিনে বর্তমান এমপি সোহেল হাজারীর কারণে আওয়ামী লীগের যে সুনাম এ আসনে ক্ষুণ্ন হয়েছে, তা দূর করতেই সাধারণ মানুষ আমাকে নির্বাচনে অংশ নিতে বাধ্য করেছেন। বর্তমান এমপি তার নিজস্ব লোক দিয়ে এলাকায় মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করে বেড়াচ্ছেন।’

‘আর এতে সায় দিচ্ছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এভাবে চলতে থাকলে এলাকায় আওয়ামী লীগের নাম কেউ শুনতে পারবে না। তাই আমি এ আসনে সাধারণ জনগণের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আর এতে ঈর্ষান্বিত হয়ে আমার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতার ও মীর মোশারফ হোসেনকে প্রত্যাহার না করা পর্যন্ত আমি এখানেই থাকবো।’

লতিফ সিদ্দিকী আরও জানান, কালিহাতীতে সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে তার কর্মী-সমর্থকদেরকে পুলিশ ফোনে প্রকাশ্যে-গোপনে হুমকি দিচ্ছে। সরকার দলীয় প্রার্থী নিয়মিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন।’

এ সম্পর্কিত আরও খবর